কৌশিক-রজতের হাতের জাদুতে অন্য মাত্রা পেল স্পৃশের অনবদ্য পুজোর সম্ভার
- Home
- Blog by Sprish
- কৌশিক-রজতের হাতের জাদুতে অন্য মাত্রা পেল স্পৃশের অনবদ্য পুজোর সম্ভার

সোমা লাহিড়ী
একজন অন্য ঘরানার শিল্পী যখন শাড়িশিল্পে ডুব দেন তখন তা যে অসামান্য হয়ে উঠবে তা তো বলাই বাহুল্য। ওড়িশি নৃত্যশিল্পী সুলগ্না রায় ভট্টাচার্যের ‘স্পৃশ’ ডিজাইনার স্টুডিওতে ঢুকলে একটু থমকে থাকতে হয় বিস্ময়ে। অসাধারণ রঙের বাহার আর হাতের কারুকাজ (Puja Special)।
• ফোটোশ্যুটের মেকআপে কৌশিকের কামাল
দিনকয়েক আগে স্পৃশের পুজো কালেকশন নিয়ে ফোটো শ্যুট হয়ে গেল। এবারের পুজোর মেকআপ ট্রেন্ড কেমন,করে দেখালেন মেকআপ আর্টিস্ট কৌশিক। কথা হচ্ছিল কৌশিকের সঙ্গে। বললেন,’পুজোর আগে ত্বক ও চুলের একটু এক্সট্রা কেয়ার নেওয়া দরকার। কারণ ক্যানভাস ভাল না হলে যেমন পেন্টিং ভাল হয় না,সেইরকম ত্বক মোলায়েম না হলে মেকআপ ভাল হয় না। চুলের ক্ষেত্রেও একই কথা। ভাল হেয়ার স্টাইলের জন্য স্বাস্থ্যোজ্জ্বল চুল চাই।
Read More
https://www.thewall.in/ghare-baire/puja-special-exclusive-sarees-and-make-up-tips/
Lastest Posts
-
Sprish through the eyes of the founder Apr 20, 2021
Categories